মাথার পিছনে ডান পাশে ব্যথা হওয়ার কারণ - মাথা ভারী লাগার কারণ

 আপনি কি মাথা ভারী লাগার কারণ এবং মাথার পিছনে ব্যথার কারণ নিয়ে খুবই চিন্তিত? আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন মাথা ভারী লাগার কারণ, মাথার পিছনে ব্যথার কারণ ।

মাথার পিছনে ডান পাশে ব্যথা হওয়ার কারণ - মাথা ভারী লাগার কারণ

মাথা ব্যথার ধরন বুঝেই সমস্যাগুলি নির্ণয় করা সম্ভব। এই আর্টিকেলটিতে আরো আলোচনা করা হয়েছে মাথার তালুতে ব্যাথার কারণ। বর্তমান সমাজে মাথা ভারী লাগার কারণ মাথার পিছনে ব্যথার কারণ দুটি খুবই পরিচিত শব্দ। মাথা ব্যথায় ভুগেনী এমন লোক খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব। 

মাথা ভারী লাগার কারণ - মাথার পিছনে ব্যথার কারণ

বেশিরভাগ মানুষেরই হঠাৎ মাথা ব্যথা করা এই সমস্যাটি একদম পছন্দ নয়। সমস্যাটি তৈরি হওয়ার পর থেকে আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে। আমাদের পাঠকরা এই সমস্যাটির পাশাপাশি অনেকেই প্রশ্ন করেন মাথার তালুতে ব্যাথার কারণ ও করনীয় কি। সমস্যাগুলো সমাধানের জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

আরো পড়ুনঃ 

মাথা ভারী লাগার কারণ

মাথা ভারী লাগার কারণ দুটি হল টেনশন ও মাইগ্রেন। সমস্যা দুটির মধ্যে ৭০ শতাংশই হল টেনশন টাইপ এবং মাইগ্রেনকে দায়ী করা হয় ১১ শতাংশের জন্য. এছাড়া ঘুমের সমস্যা, হর মনের উঠানামা, খাবার বাদ দেওয়া, তীব্র গন্ধ, চুল বাধার ধরন এবং অত্যাধিক আলো মাথাব্যথা সৃষ্টি করতে পারে। মাথাব্যথা জটিল রোগের লক্ষণও হতে পারে। 

তবে মাথার পেছন দিকের ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়। চিকিৎসকদের মতে বিভিন্ন ধরনের মাথার ব্যথার উপর ভিত্তি করে বলা যায় আপনি কোন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। এই পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন মাথা ভারী লাগার কারণ কি।

More Cheapest: Live Link 

Get Refer on Pic

মাথা ভারী হলে করণীয়

মাথা ব্যাথা থেকে খুব দ্রুত পরিত্রাণ পেতে হলে বাজারে বিভিন্ন ধরনের ব্যাথা ক নাশক ঔষধ রয়েছে যেমন প্যারাসিটামল। তবে এটি অবশ্যই পেপটিক আলসার রোধই ঔষধ সঙ্গে সেবন করা লাগবে. আবার মনে রাখতে হবে অতিরিক্ত ওষুধ সেবনেও সমস্যাটি আরো বৃদ্ধি হতে পারে। তাই ঘন ঘন ওষুধ না খাওয়াই ভালো। 

তবে অতিরিক্ত মাথা ভারী বা মাথাব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভব। এটি সমাধান করা যায় লবণ এবং পানি একসাথে ফুটিয়ে যে পানির ধোঁয়া সৃষ্টি হয় সেটিকে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে অনেকটা মাথা ভারী থেকে পরিত্রান পাওয়া যায়।

এই পোষ্টের ওপরে আলোচনা করা হয়েছে মাথা ভারী লাগার কারণ কি এবং এখন জানতে পারলেন মাথা ভারী হলে করণীয় কি কি। 

মাথার তালুতে ব্যাথার কারণ

আপনি ইতিমধ্যে জেনেছেন মাথা ভারি লাগার কারণ চলুন এবার জেনে নেওয়া যাক মাথার তালুতে ব্যাথার কারণ গুলো কি। মাথার ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি না পান করা। বিভিন্ন কাজের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পানি পান করতে ভুলে যায় এই কারণেও মাথা ব্যথা হতে পারে।

পর্যাপ্ত পরিমান ঘুম না হওয়ার কারণে ও মাথা ব্যাথা করে. যাদের ঘুম কম হয় তাদের বিভিন্ন সময় মাথাব্যথা হয়। আবার অনেক সময় সরকারি ছুটির দিন অথবা ছুটির দিনে বেশি ঘুমিয়ে থাকলেও মাথাব্যথা হয়. অনেকক্ষণ ক্ষুধার্ত থাকলেও মাথা ব্যথা হতে পারে।

আরো পড়ুনঃ 

মাথার তালুতে ব্যথা হলে করণীয়

এই আর্টিকেলটিতে ওপরে আপনি জেনেছেন মাথার তালুতে ব্যাথার কারণ এবার জেনে নেওয়া যাক মাথার তালুতে ব্যথা হলে করণীয়। প্রতিদিন আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। মাথাব্যথা তীব্রতা খুব বেশি না হলে এটি ২-৩ দিনের মধ্যেই সেরে যায়। 

অনেক সময় মাথার রক্তনালী থেকে প্রধাও চুল ফলি কলে আগমনে সাধারণত এই ব্যথা হয়। অনেক সময় টানা কয়েকদিন চুল না ধরার কারণেও ব্যথা হতে পারে সেক্ষেত্রে শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে যাদের মাথা অতিরিক্ত তৈলাক্ত তারা সালফার জিং ক এর মত ওয়েল রিডিউস এজেন্ট দেওয়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

যাদের মাথার ত্বক খুবই সুস্থ তারা ২-৩ দিন পর পর চুল পরিষ্কার করলেই হবে। শুষ্ক ত্বকের জন্য যেকোনো ধরনের ভালো তেল সিলিকন ক্লিনজিং এজেন্ট আছে এবং যা আদ্রতা বজায় রাখেএমন শ্যাম্পু ব্যবহার করা উচিত। 

তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যালকোহল সালফেট আছে এমন হেয়ার শ্যাম্পু ব্যবহার করা যাবে না। মাথার তালুতে অতিরিক্ত ব্যথা হলে ঠান্ডা জাতীয় তেল ব্যবহার করা উচিত। এছাড়াও আইসপ্যাক ব্যবহার করুন এবং ঠান্ডা গরম জলে গোসল করুন। আর্টিকেলটিতে মাথার পিছনে ব্যথার কারণ নিচে আলোচনা করা হয়েছে। 

মাথার পিছনে ব্যথার কারণ

মাথাব্যথা যেকোনো কারণেই হতে পারে. বেশিরভাগ মানুষ মাথা ব্যথা হলে পেনকিলার অথবা প্যারাসিটামল খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করে. কিন্তু মাথার পেছনের দিকের ব্যথাকে কখনোই অবহেলা করা যাবে না। চলুন জেনে নেই কেন অবহেলা করা যাবে না।
মাইগ্রেন টেনশন হেডেক ও ক্লাস্টার হেডেকের লক্ষণ দেখে মাথার পেছনের ব্যথা নির্বাচন করলে ভুল হবে. কারণ মাথার পেছনের ব্যথা মাইগ্রেন টেনশন হেডেক ও ক্লাস্টার হেডেক নয়, এটি সম্পূর্ণ ভিন্ন। মাথার পেছনের ব্যথা হয় সাধারণত টেনশনের কারণে.
যদি কখনো ঘাড়ে আঘাত পায় তাহলে মাথার এক পাশ থেকে শুরু করে আস্তে আস্তে কান দিয়ে পিছনে ছড়িয়ে পড়ে. এর কারণেও মাথার পিছনে ব্যথা করে।
অক্সিপিটাল নিউরোলজিয়া মাথার ওপরের দিকে ব্যথা হয় এবং তা মাথার পিছনের দিকেও ছড়িয়ে পড়ে।
অনেক সময় মস্তিষ্কের পদ্মার গভীরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ও মাথার পিছন দিকে ব্যথা হয়।

How to Download the Calendar

Downloading a Ramadan Calendar is simple and can be done in multiple ways. Below are the most popular methods to access your Ramadan Calendar:

Download Ramadan Calendars

All Ramadan Calendars are in PDT File Format and can be printed with A4 Page easily.

Dhaka Division Calendar

Rangpur Division Calendar

  • Rangpur Ramadan Calendar Download PDF
  • Thakurgaon Ramadan Calendar Download PDF
  • Panchagarh Ramadan Calendar Download PDF
  • Nilphamari Ramadan Calendar Download PDF
  • Lalmonirhat Ramadan Calendar Download PDF
  • Kurigram Ramadan Calendar Download PDF
  • Gaibandha Ramadan Calendar Download PDF
  • Dinajpur Ramadan Calendar Download PDF

Rajshahi Division Calendar

  • Pabna Ramadan Calendar Download PDF
  • Bogra Ramadan Calendar Download PDF
  • Joypurhat Ramadan Calendar Download PDF
  • Chapai Nawabganj Ramadan Calendar Download PDF
  • Naogaon Ramadan Calendar Download PDF
  • Natore Ramadan Calendar Download PDF
  • Sirajganj Ramadan Calendar Download PDF
  • Rajshahi Ramadan Calendar Download PDF

Sylhet Division Calendar

Mymansingh Division Calendar

Barisal Division Calendar

  • Barisal Calendar  PDF
  • Bhola Calendar PDF
  • Jhalakati Calendar PDF
  • Patuakhali Calendar PDF
  • PIROJPUR Calendar PDF
  • Barguna Calendar PDF

Indian Ramadan Calendar

Keep an eye out for other Ramadan calendar download links.

মাথার পিছনে ডান পাশে ব্যথা হওয়ার কারণ 

অনেক সময় আমাদের মাথার পিছনের ডান পাশে ব্যাথা হয় এবং অনেক সময় বাম পাশেও ব্যাথা হয়। আসুন জেনে নিই মাথার পিছনে ডান পাশে ব্যথা হওয়ার কারণ এবং মাথার পিছনে বাম পাশে ব্যথা হওয়ার কারণ। 

মাইগ্রেন: এই ব্যথা মাথার যেকোনো একদিকে থেকে শুরু হয় সেটা হতে পারে বাম দিক অথবা ডান দিক এবং আস্তে আস্তে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। 

টেনশন: অতিরিক্ত টেনশনের কারণে সম্পূর্ণ মাথা জুড়ে ব্যথা হয়. এই ব্যথায় মাথা ভারী হয়ে থাকে।

ক্লাসটার হেডেক: এই ব্যথাটি নির্দিষ্ট বছরের পর হয়। এই ব্যথাটি চোখের পিছনের দিক থেকে সৃষ্টি হয় এবং মাথার বাম ও ডান দিকে ছড়িয়ে পড়ে।

মাথার ভেতরের রক্তপাত: মাথার ভেতরের রক্ত ক্ষরণের ফলে পিছন দিক থেকে ব্যাথা শুরু হয়ে ঘাড়ও ছড়িয়ে পড়ে।

চোখের পাওয়ার বাড়লে: চোখের পাওয়ার বাড়লে মাথার সমস্যা হয় এতে সাধারণত চোখের চারপাশে ব্যাথা করে।

ব্রেন টিউমার: যদি মাথার ভিতরে একটি নির্দিষ্ট স্থানে সব সময় ব্যথা করে তাহলে বুঝবেন এই ব্যথাটি ব্রেন টিউমারের। মাথার ডান পাশে টিউমার হলে শুধু সে অংশেই ব্যথা হবে তবে ছোট টিউমার গুলো ব্যথা করে না। 

আরো পড়ুনঃ 

মাথা ব্যাথা ও বমি কোন রোগের লক্ষণ

এই আর্টিকেলটিতে আপনি জেনেছেন মাথা ভারী লাগার কারণ ও মাথার পেছনে ব্যথা কারণ। চলুন এবার জেনে নেওয়া যাক মাথা ব্যাথা ও বমি কোন রোগের লক্ষণ। সাধারণত মাথাব্যথা ও বমি বা বমি বমি ভাব বিভিন্ন ধরনের রোগের কারণ হতে পারে। 

মাথাব্যথা ও বমি বিভিন্ন রকম জটিল কারণ রয়েছে। এতে জ্বর ও অজ্ঞানের মত অবস্থা হতে পারে। ঠান্ডা থেকে সাইনোসাইটিস হয়েও এই সমস্যাটি হতে পারে চোখের বিভিন্ন সমস্যার জন্য মাথাব্যথা খুবই পরিচিত।

মস্তিষ্কের যেকোনো জায়গায় টিউমারের জন্যেও প্রচুর পরিমাণে বমি বমি ভাব আসে। যদি কোন ব্যক্তির এই সমস্যা দেখা দেয় তাহলে তাকে যত সম্ভব কাছাকাছি কোন হসপিটাল বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। 

For the more information:
This unique love story chronicles the relationship between Henry, who involuntarily travels through time, and Clare, who must navigate the challenges of loving someone who cannot control when he is present.






These stories vary in tone and theme but all center around the complexities and beauty of love, making them memorable and touching.

উপসংহার

এই পোস্টে কি কি কারনে মাথা ভারী লাগে এবং কি কি কারণে মাথার পেছন ডান ও বামে ব্যাথা হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি আর্টিকেলটি পড়ে মাথা বারেলার কারণ ও মাথার পেছনে ব্যথার কারণ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। যদি আপনি মাথা ভারী লাগার কারণ মাথার পিছনে ব্যথার কারণ সম্পর্কে না জেনে থাকেন তবে এই পোস্টে টি আবার পড়ুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Zamzam IT Team
    Zamzam IT Team ৫:২৪ PM

    https://www.zamzamit.com/2025/03/rozer-fojilot.html

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url